অনন্ত করূণাময়, পরম দয়ালু আল্লাহর নামে (আরাম্ভ করছি)
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ ۚ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ (১)
হে মানুষ ! তোমাদের রবকে ভয় কর। কিয়ামতের ভুমিকম্প এক ভয়ংকর ব্যাপার।
O mankind! Fear your Lord. Lo! the earthquake of the Hour (of Doom) is a tremendous thing.
(২)
يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَىٰ وَمَا هُمْ بِسُكَارَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ
যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন দেখতে পাবে প্রত্যেক স্তনদাত্রী তার দুগ্ধপোষ্য শিশুকে বিস্মৃত হবে এবং প্রত্যেক গর্ভবতি তার গর্ভপাত করবে। মানুষকে দেখবে মাতাল সদৃশ, যদিও তারা নেশাগ্রস্থ নয়। বস্তুত আল্লাহর শাস্তি কঠিন।
On the day when ye behold it, every nursing mother will forget her nursling and every pregnant one will be delivered of her burden, and thou (Muhammad) wilt see mankind as drunken, yet they will not be drunken, but the Doom of Allah will be strong (upon them).
(৩)
وَمِنَ النَّاسِ مَنْ يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّبِعُ كُلَّ شَيْطَانٍ مَرِيدٍ
মানুষের মধ্যে কিছু অজ্ঞানতাবশতঃ আল্লাহ সন্ম্বন্ধে বিতন্ডা করে এবং প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসরণ করে।
Among mankind is he who disputeth concerning Allah without knowledge, and followeth each froward devil;
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ ۚ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ (১)
হে মানুষ ! তোমাদের রবকে ভয় কর। কিয়ামতের ভুমিকম্প এক ভয়ংকর ব্যাপার।
O mankind! Fear your Lord. Lo! the earthquake of the Hour (of Doom) is a tremendous thing.
(২)
يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَارَىٰ وَمَا هُمْ بِسُكَارَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ
যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন দেখতে পাবে প্রত্যেক স্তনদাত্রী তার দুগ্ধপোষ্য শিশুকে বিস্মৃত হবে এবং প্রত্যেক গর্ভবতি তার গর্ভপাত করবে। মানুষকে দেখবে মাতাল সদৃশ, যদিও তারা নেশাগ্রস্থ নয়। বস্তুত আল্লাহর শাস্তি কঠিন।
On the day when ye behold it, every nursing mother will forget her nursling and every pregnant one will be delivered of her burden, and thou (Muhammad) wilt see mankind as drunken, yet they will not be drunken, but the Doom of Allah will be strong (upon them).
(৩)
وَمِنَ النَّاسِ مَنْ يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّبِعُ كُلَّ شَيْطَانٍ مَرِيدٍ
মানুষের মধ্যে কিছু অজ্ঞানতাবশতঃ আল্লাহ সন্ম্বন্ধে বিতন্ডা করে এবং প্রত্যেক বিদ্রোহী শয়তানের অনুসরণ করে।
Among mankind is he who disputeth concerning Allah without knowledge, and followeth each froward devil;