Monday, November 28, 2011

وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ

 Quran 47:38 Warning to the Arabs ক্বোরানে আরবদের প্রতি সতর্কবানী - সুরা মুহাম্মদের শেষ আয়াতের তফসীর

The Holy Quran Sura : Muhammad, Verse: 38 (আল-ক্বোরান, সুরা মুহাম্মদের শেষ আয়াতের শেষ অংশ)

وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ

 (ও আরবেরা) যদি তোমরা (আল্লাহর পথ  থেকে) মুখ ফিরিয়ে নাও, তবে তিনি (আল্লাহ) তোমাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করবেন, এরপর তারা তোমাদের মত হবে না।  (আল-ক্বোরান, সুরা মুহাম্মদের শেষ আয়াতের শেষ অংশ)

(O the Arabs) If ye turn back (from the Path of Allah), He (i.e. Allah) will substitute in your stead another people; then they would not be like you!

হযরত মুফতী শফী সাহেব (রঃ)-এর তফসীরে মারেফুল ক্বোরান, সৌদী সরকার কতৃক প্রকাশিত বাংলা সংক্ষিপ্ত সংস্করনের ১২৪৩ পৃষ্ঠায় সুরা মুহাম্মদের তফসীরের শেষাংশ দ্রষ্টব্যঃ-


হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্নিত আছে, রাসুলুল্লাহ (সাঃ) যখন সাহাবায়ে কেরামের সামনে এই আয়াত তেলাওয়াত করলেন,  তখন তাঁরা আরয করলেনঃ ইয়া রাসুলুল্লাহ (সঃ), তারা কোন জাতি যাদেরকে আমাদের স্থলে আনা হবে,  অতঃপর তারা আমাদের মত শরীয়তের বিধানাবলীর প্রতি বিমুখ হবে না ?  রাসুলুল্লাহ (সাঃ) মজলিসে উপস্থিত হযরত সালমান ফারসী (রাঃ)-এর উরুতে হাত মেরে বললেনঃ সে এবং তার জাতি। যদি সত্য ধর্ম সপ্তর্ষিমন্ডলস্থ নক্ষত্রেও থাকত, (যেখানে মানুষ পৌঁছাতে পারেনা) তবে পারস্যের কিছু লোক সেখানেও পৌঁছে সত্য ধর্ম হাসিল করত এবং তা মেনে চলত।-(তিরমিযি, হাকেম, মাযহারী)


Tafsir-e-Maareful Quran, Bengali translation abridged edition (page-1243) published and distributed by Saudi Government, interpretation of the last verse of Sura Muhammad :-


Narrated by Hazrat Abu Huraira (R.A.), when the Holy Prophet (SAWS) recited this verse in the presence of his companions (R.A.), they inquired : Ya Rasulullah (SAWS), which is that nation who will be brought to replace us who will not turn away from the Shariah like us? The Holy Prophet (SAWS) stroke his palm on the loin of Hazrat Salman Fari (R.A.) who was present there beside, and said, he (i.e. Salaman) and his nation (i.e. the Iranians). If the True Religion is in the region Seven Stars, some people of Persia (i.e. Iran) will reach and acquire that and obey that.