আউযু বিল্লাহী মিনাশ
শায়তুয়ানির রাযীম।
১) বিসমিল্লাহীর রাহমানীর
রাহীম। আশহাদুআল
লা-ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু
আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া
রাছুলুহু।
- ৩ বার
২) বিসমিল্লাহীর রাহমানীর
রাহীম।
সুব্বুহুন কুদ্দুসুন রাব্বানা ওয়া রাব্বোল
মালাইকাতি ওয়ার রুহু। - ৩
বার
৩) বিসমিল্লাহীর রাহমানীর
রাহীম।
ছোবহানাল্লাহে, ওয়াল হামদো লিল্লাহে,
ওয়া লা-ইলাহা ইল্লাল্লাহু
ওয়াল্লাহু আকবর। - ৩ বার
৪) বিসমিল্লাহীর রাহমানীর
রাহীম।
লা হাওলা
ওয়াল কুওয়াতা
ইল্লা বিল্লাহিল
আলিয়েল আযীম। - ৩
বার
৫) বিসমিল্লাহীর রাহমানীর
রাহীম। আস্তাগফিরুল্লাহা
রাব্বী মিন
কুল্লি জাম্বিও
ওয়া আতুবু
ইলাইহী।
- ৩ বার
৬) আউযু বিল্লাহী
মিনাশ শায়তুয়ানির
রাযীম। বিসমিল্লাহীর
রাহমানীর রাহীম।
আল হামদু লিল্লাহি
রাব্বিল আ’লামীন,
আর রাহমানীর রাহীম, মালিক
ইয়াওমিদ্বিন, ইয়্যা কানা’বুদু ওয়া ইয়্যা
কা নাস্তাঈন, ইহ দিনাছ ছিরাতাল
মুস্তাকীম, ছিরাতাল্লাজীনা
আন আমতা
আলাইহীম, গাইরিল
মাগদুবী আলাইহীম
ওয়ালাদ্দোয়াল্লীন। আমীন। - ছুরা ফাতিহা ১ বার
৭) বিসমিল্লাহীর রাহমানীর
রাহীম। ক্বোলহু
আল্লাহু আহাদ; আল্লাহুচ্ছামাদ; লাম ইয়ালিদ,
ওয়ালাম ইউলাদ; ওয়ালাম ইয়া
কুল্লাহু কুফুয়ান
আহাদ। - ছুরা ইখলাছ
৩ বার
৮) বিসমিল্লাহীর রাহমানীর
রাহীম। ক্বোল
আউযু বি
রাব্বিল ফালাক্ব, মিন শারÍী মা খালাক্ব,
ওয়ামিন শাররে গাছিকিন ইজা ওয়াকাব,
ওয়া মিন
শারÍীন
নাফ্ফাছাতে ফিল ওক্বাদ, ওয়া মিন শাররী হাছিদিন
ইযা হাছাদ।
- ছুরা ফালাক ৩ বার
৯) বিসমিল্লাহীর রাহমানীর
রাহীম। ক্বোল
আউযু বি
রাব্বিন্নাছে, মালিকিন্নাছে, ইলাহিন্নাছে; মিন র্শারিল ওয়াছ
ওয়াছিল খান্নাছ; আল্লাযী
ইউ ওয়াছুইছু
ফি ছুদুরিন্নাছ; মিনাল
জিন্নাতে ওয়ান্নাছ।
- ছুরা নাছ ১ বার
১০) অতঃপর নিন্মোক্ত হাক্কানী
দরুদ শরীফ
৩ বার
পাঠ করিতে
হইবেঃ-
আল্লাহুমা ছাল্লে ওয়া
ছাল্লেম ওয়া
বারেক আলা
আবদেকা রাছুলিল
করীম,
রহমাতাল্লিল আ’লামীন, ওয়া শাফেঈল মুযনেবীন; ছাইয়েদিনা
ওয়া মাওলানা
ওয়া নাবীয়েনা
মোহাম্মাদেঁও ওয়া আ’লা আলেহী, ওয়া আহলে বায়তিহী, আওলাদিহী,
ওয়া জুররীয়াতিহী, ওয়া আযওয়াযিহী,
ওয়া আওলিয়াইহী, ওয়া উম্মাতিহী আযমাঈন।
কামা ছাল্লাইতা, ওয়া ছাল্লামতা, ওয়া বারাকতা,
ওয়া রাহামতা, আলা ছাইয়্যেদীনা
ইব্রাহীমা ওয়া আ’লা আলে
ছাইয়্যেদীনা ইব্রাহীমা ইন্নাকা হামিদুম
মাজীদ।
- ৩ বার
অতঃপর আল্লাহপাকের নিকট নিজ দোয়া
ও মনোবাঞ্ছা পেশ করিয়া পূণরায় উপরোক্ত দরূদশরীফ আরোও
১ বার
পাঠ করিতে
হইবে।
হযরত শাহ সুফী
কাজী মফিজুল
ইসলাম চিস্তি
রহমতুল্লাহ আলাইহী অনুসরনে কাজী আবু
ইহসান মুহাম্মদ
আজীজুল হক
পঠিত
মুনাজাত ঃ-
ইলাহী রহমত যিয়াদা
করেন নূরে
আরশিহী আহ্মদ
মুযতবা মুহাম্মদ
মুস্তফা ছল্লাল্লাহু
আলাইহিচ্ছালাম পর।
ইলাহী রহমত যিয়াদা করেন হযরত বাবা আদম আলাইহিচ্ছালাম হইতে হযরত মুহাম্মদ মুস্তফা ছল্লাল্লাহু আলাইহিচ্ছালাম পর্যন্ত হযরত বাবা নুহ আলাইহিচ্ছালাম হযরত বাবা ইব্রাহীম আলাইহিচ্ছালাম হযরত মুছা আলাইহিচ্ছালম হযরত হারুন আলাইহিচ্ছালম হযরত ঈছা আলাইহিচ্ছালাম সহ আপনার মনোনীত সকল নবী-রাছুল গনের উপর।
ইলাহী রহমত যিয়াদা করেন হযরত মা হাওয়া আলাইহিচ্ছালাম পর। ইলাহী রহমত যিয়াদা করেন হযরত সারা আঃ, হযরত হাজেরা আঃ, হযরত মরীয়ম আঃ, হযরত খাদীজা আঃ এবং উম্মেহাতুল মোমেনীন আলাইহিচ্ছাল্লাম গণের উপর।
ইলাহী রহমত যিয়াদা করেন হযরত বাবা আদম আলাইহিচ্ছালাম হইতে হযরত মুহাম্মদ মুস্তফা ছল্লাল্লাহু আলাইহিচ্ছালাম পর্যন্ত হযরত বাবা নুহ আলাইহিচ্ছালাম হযরত বাবা ইব্রাহীম আলাইহিচ্ছালাম হযরত মুছা আলাইহিচ্ছালম হযরত হারুন আলাইহিচ্ছালম হযরত ঈছা আলাইহিচ্ছালাম সহ আপনার মনোনীত সকল নবী-রাছুল গনের উপর।
ইলাহী রহমত যিয়াদা করেন হযরত মা হাওয়া আলাইহিচ্ছালাম পর। ইলাহী রহমত যিয়াদা করেন হযরত সারা আঃ, হযরত হাজেরা আঃ, হযরত মরীয়ম আঃ, হযরত খাদীজা আঃ এবং উম্মেহাতুল মোমেনীন আলাইহিচ্ছাল্লাম গণের উপর।
ইলাহী রহমত যিয়াদা
করেন আপনার
মকবুল আলম
পর।
ইলাহী রহমত যিয়াদা
করেন পাক
পাঞ্জাতন পর।
ইলাহী রহমত যিয়াদা
করেন হযরত
মুহাদ্মদ ছল্লাল্লাহু
আলাইহিচ্ছালামের ঐ সকল নেক মোমেন
ছাহাবায়ে কেরাম
পর যাঁহারা
তাঁহার অবর্তমানে
মা ফাতেমা
আলাইহিচ্ছালামকে কষ্ট প্রদান করেন নাই।
ইলাহী রহমত যিয়াদা
করেন আমীরুল
মুমেনীন, ইমামুল
মুছলেমীন হযরত
ইমাম হাছান
রাদীআল্লাহু তা’লা আনহু পর।
ইলাহী রহমত যিয়াদা
করেন কারবালার
ময়দানে শহীদ
আমীরুল মুমেনীন,
ইমামুল মুছলেমীন
হযরত ইমাম
হোছাইন রাদীআল্লাহু
তা’লা
আনহু পর
ও তাঁহার
পক্ষ অবলম্বনকারী
শহীদ ও
মোমেনগনের উপর।
ইলাহী রহমত যিয়াদা
করেন আল্লাহর
অলীগণের সাহায্যকারী
আমীরুল মুমেনীন, খলীফাতুল
মুসলেমীন, হযরত আলী রাদীয়াল্লাহু তা’লা আনহু
পর।
ইলাহী রহমত যিয়াদা
করেন
আপনার আশেক-মাশুক তামাম অলি-আল্লাহ গণের
উপর।
ইলাহী রহমত যিয়াদা
করেন
জীবিত-মৃত নারী-পুরুষ নির্বিশেষে
আপনার নিকট
আত্ম-সমর্পনকারী
তামাম মোমেন
মোছলমানের উপর।
ইলাহী রহমত যিয়াদা
করেন
আমাদের
পিতা-মাতা,
উস্তাদ-মোর্শেদ,
দাদা-দাদী, নানা-নানী, ময়-মুরব্বী, ভাই-বোন, আত্মীয়-পরিজন, সাথী-সঙ্গী, দোস্ত-আহবাব, পাড়া-প্রতিবেশী মোমেন-মোমেনার উপর।
ইলাহী রহমত যিয়াদা
করেন
আপনার রাস্তায় জিহাদে অবতীর্ণ
আমাদের জানা-অজানা আপনার
সকল হিজবুল্লাহ
মোমেন মুজাহীদ
মোছলমানদের উপর - খাছভাবে মোল্লাহ মুহাম্মদ
ওমরের উপর, সাঈয়েদ আলী খোমেনীর উপর, সাঈয়েদ হাসান নাছরুল্লাহর উপর এবং
তাদের অনুগত
মোমেন মুজাহিদদের
উপর, এবং তাঁদেরকে ও তাদের অনুগতদেরকে আপনার রশিতে ঐক্যবদ্ধ করেন।
ইলাহী ! জমিন-আসমান-জল-স্থল-অন্তরীক্ষ
থেকে আপনার
বিরুদ্ধে বিদ্রোহকারীদেরকে সমূলে উৎপাটিত করেন,
আপনার অবাধ্যদের
জড় ভেঙ্গে
দেন,
আপনার বিরুদ্ধে বিদ্রোহকারীদের ঘাড়
ও কোমর
এমন ভাবে ভেঙ্গে
দেন যেন
কেয়ামত তক
তারা আর
কখনো মাথা
তুলে দাঁড়াতে
না পারে।
ইলাহী ! আমাদের
সহ আপনার
অনুগত মোমেন ইনছান
ও জ্বীনদের
দ্বারা ঈমান-ইছলাম-তৌহীদ-ইনছাফের অতি
উত্তম শক্তিশালী
জড় পয়দা
করেন
এবং জমিন-আসমান-জল-স্থল-অন্তরীক্ষের
সকল ক্ষেত্রের ও স্তরের সকল
নেতৃত্ব-কর্ত্তৃত্ত্ব-খিলাফতে আপনার অনুগত আপনার দলভুক্ত বিশ্বাসী হিজবুল্লাহ-মোমেনদেরকে অধিষ্টিত
করেন।
(অতঃপর উপরোল্লিখিত
দরূদশরীফ আরোও ১ বার পাঠ
করিতে হইবে।)