সন্তানের জন্মের ৭ম দিবসে আক্বীকা দিবে +
নাম রাখিবে
সন্তানের ৬ বৎসর বয়সে আদব-কায়দা শিখাইবে
সন্তানের ৯ বৎসর বয়সে ভিন্ন বিছানায় শোয়াইবে
সন্তানের ১৩ বৎসর বয়সে নামাজ না পড়িলে শাসন
করিবে
সন্তানের ১৬ বৎসর বয়সে বিবাহ করাইতে হইবে
অতঃপর পিতা (বা অভিভাবক) তাহার হাত ধরিয়া
বলিবেঃ “আমি তোমাকে আদব ও এলেম শিখাইয়াছি, শাদি করাইয়াছি। এখন আমি দুনিয়াতে তোমার
ফেতনা হইতে, আখেরাতে তোমার কারণে আযাব ভোগ করা হইতে আল্লাহর কাছে পানাহ চাই।
[ দ্রষ্টব্যঃ ফাজায়েলে সাদাকাত, ১ম খন্ড,
পৃঃ৮১ ]